জয়পুরহাটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৩ ১৭:১৪
জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জুন) দুপুরে উপজেলার আলাদীপুর পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়ির শোয়ার ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- আক্কেলপুর উপজেলার আলাদীপুর পশ্চিম পাড়া গ্রামের সোহেল মন্ডল (৩৮) ও তার স্ত্রী পারুল বিবি (৩৬)।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, সোহেল মন্ডল দিন মজুরের কাজ করতেন। শনিবার সকালে তারা স্বামী-স্ত্রী বাড়ির বাহিরে এসে প্রতিবেশীদের সঙ্গে গল্প করে বাড়িতে চলে যান। পরে প্রতিবেশীরা তাদের ডাকাডাকি করলেও সাড়া না দেওয়ায় ঘরের দরজা খুলে আড়ায় ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। তাদের আত্মহত্যার কারণ তদন্তের পর জানা যাবে বলে জানান ওসি।
সারাবাংলা/ইআ