Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়তুল মোকাররমে ‘দাদা ভাইয়ের’ প্রথম জানাজা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৩ ১৪:০৭ | আপডেট: ১০ জুন ২০২৩ ১৬:৪৩

ঢাকা: বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খানের ‘দাদা ভাইয়ের’ প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জুন) সকাল ১০টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে সিরাজুল আলম খানের মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। শনিবার আসরের নামাজের পর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের শাড়িতে মুড়িয়ে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।

সিরাজুল আলম খান শুক্রবার (৯ জুন) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৮২ বছর বয়সী এই রাজনীতিক দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন।

আরও পড়ুন:
সিরাজুল আলম খান আর নেই
সিরাজুল আলম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক
সিরাজুল আলম খানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
শেষ আলোয় সিরাজুল আলম খান
রাজনীতির ‘রহস্যপুরুষ’ একজন সিরাজুল আলম খান

সারাবাংলা/ইউজে/ইআ

সিরাজুল আলম খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর