Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৩ ১২:৪৯

গাজীপুর: মহানগরীর টঙ্গীতে অজ্ঞাত (৩০) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত ওই যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিলো জিন্স প্যান্ট ও কালো রঙের গেঞ্জি।

শনিবার (১০ জুন) সকাল সাড়ে সাতটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন সোসাইটি মাঠ এলাকায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, শনিবার সকালে পাগাড় সোসাইটি মার্ট এলাকায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। পুলিশে খবর দিলে পুলিশের পাশাপাশি পিবিআই পুলিশ ও সিআইডির পৃথক দুইটি দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। লাশের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) নেন পিবিআই ও সিআইডি।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লাশের পরিচয় পাওয়া নিশ্চিত হওয়া যায়নি।

সারাবাংলা/টিকে/এনএস

গলাকাটা লাশ উদ্ধার গাজীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর