ঢাকা-১৭ আসনে নৌকার মনোনয়ন পেলেন মোহাম্মদ আলী আরাফাত
৯ জুন ২০২৩ ২২:৩৬ | আপডেট: ১০ জুন ২০২৩ ১২:২৬
ঢাকা: ঢাকা-১৭ সংসদীয় উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত।
শুক্রবার (৯ জুন) রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভা শেষে বৈঠক শেষে গণভবনের গেটে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে মোট ২২ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মহানগর নেতা, উপ-কমিটির সদস্য, সহযোগী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন।
ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করতে গত শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। এই উপনির্বাচনের প্রার্থী ঠিক করতে ৯ জুন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।
আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে। এই ভোট হবে কাগজের ব্যালটে। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর এই আসন শূন্য ঘোষণা করা হয়।
নৌকার মনোনয়ন পেতে আওয়ামী লীগের আগ্রহী নেতাদের মধ্যে ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কাদের খান, যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিম উদ্দিন; ঢাকা মহানগর উত্তর কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা সুলতানা, যুবলীগের সাবেক নেতা আবদুল খালেক, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদ সদস্য আবু সাঈদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা নজরুল ইসলাম তামিজি, সাবেক সচিব ও মুজিবনগর বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মুসা, গুলশান থানা আওয়ামী লীগের নেতা আরাফাত আশওয়াদ ইসলাম, নাট্যভিনেতা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক (একাংশ) মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য হেফজুল বারী মোহাম্মদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আবদুল হাফিজ মল্লিক, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির প্রস্তাবিত সদস্য তাহসিন মাহবুব, আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য ফেরদৌস আহমেদ, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বনানী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাছির, বনানী থানা আওয়ামী লীগের সদস্য লতা নাসির, বাংলাদেশ তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর ইমাম, প্রয়াত আকবর হোসেন পাঠানের পুত্র রৌশন হোসেন পাঠান, সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ড্যানি সিডাক।
সারাবাংলা/এনআর/একে