Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে ৫ কোটি ১৭ লাখ টাকার সোনাসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৩ ২২:৩৬

চুয়াডাঙ্গা: জেলায় বিজিবি ও পুলিশ পৃথক ৩টি অভিযান চালিয়ে ৫ কোটি ১৭ লাখ ৪৪ হাজার ৭০৯ টাকার অবৈধ সোনা উদ্ধার করেছে। এ ঘটনায় একটি প্রাইভেটকারসহ পাঁচজন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) দুপুরে বিবিজি ও পুলিশের পৃথক তিনটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। গতকাল বৃহস্পতিবার (৮ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

আটকরা হলেন— নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের জিহাদ মোল্লার ছেলে এবাদুল মোল্লা (২৬), একই গ্রামের তমসুল মোল্লার ছেলে মাহাবুর হাসান (২৭), ইনসান কাজীর ছেলে রিয়াজ কাজী (২১) এবং নড়াগাতী উপজেলার খাশিয়ান গ্রামের ইয়ার আলীর ছেলে শেখ সোহেল রানা (৩৫)। অন্য অভিযানে আটক ব্যক্তি হলেন— ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের জাফরের ছেলে সেলিম হোসেন (৩০)।

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সাদা রঙের একটি প্রাইভেটকার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাসস্ট্যান্ড স্প্রিডব্রেকার পার হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দলের সদস্যরা ওই গাড়ির গতিরোধ করে নিজেদের নিয়ন্ত্রণে নেন। পরে প্রাইভেটকারে থাকা এবাদুল মোল্লা, মাহাবুর হাসান, রিয়াজ কাজী এবং শেখ সোহেল রানাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে থেকে রিয়াজ কাজী স্বীকার করে তাদের ব্যবহৃত প্রাইভেটকারের সিটের নিচে ১৪টি সোনার বার আছে। এরপর প্রাইভেটকারটি তল্লাশি করে সোনার বারগুলো ও তাদের কাছে থাকা ৬টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। জব্দকরা ২ কেজি ২৪৫ গ্রাম ওজনের সোনার মূল্য ২ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৭৫১ টাকা।

বিজ্ঞাপন

অন্যদিকে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম তার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন খবরে তারই নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাথিলা গ্রামের ঈদগাহ সংলগ্ন স্থানে অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে চেপে দু’জন ব্যক্তি যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদের থামার জন্য বললে। কিন্তু মোটরসাইকেল চালক দ্রুত গতিতে চালালে নিয়ন্ত্রণ হারায়, এতে পিছনে বসে থাকা ব্যক্তিটি পড়ে যায়। এ সময় চালক তাকে ফেলে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া ব্যক্তি সেলিম হোসেনকে আটক করে বিজিবি। তার দেহ তল্লাশি করে পরনের লুঙ্গি সঙ্গে কোমরে কস্টটেপ দিয়ে মোড়ানো ১ কেজি ৮৬৫ দশমিক ৫৭ গ্রাম ওজনের ১৬টি সোনার বার উদ্ধার করা হয়। যার মূল্য ১ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা।

এছাড়া চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ্ আল-মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর থানা পুলিশ গোপনে সংবাদ পেয়ে জীবননগর পৌর এলাকার বাজার পাড়ায় অভিযান চালায়। এ সময় চোরাচালানীর ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে ৬ ভরি ওজনের সোনার ১টি চেইন, ২টি ব্রেসলেট ও ১ কেজি ৫০০ গ্রাম ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার মূল্য ১ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা।

আটক ব্যক্তিদের সোনার বার শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য বহন করা ও অবৈধভাবে নিজের কাছে রাখার অপরাধে তাদের জীবননগর থানায় সোপর্দ করা। এছাড়া উদ্ধার করা সোনা চুয়াডাঙ্গার ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে ওই তিন সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআর/এনএস

চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর