অভিবাসীদের আশ্রয় দেওয়া মানবিক কাজ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৮ ডিসেম্বর ২০১৭ ১৩:৩১ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:০৫
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, অভিবাসীদের আশ্রয় দেওয়া একটি মানবিক কাজ, এটি বিবেচনা করে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে।
আজ (সোমবার) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অভিবাসী মেলায় এ কথা জানান তিনি।
শাহরিয়ার বলেন, বাংলাদেশিরা প্রবাসে যেন তাদের সম্মান অক্ষুণ্ণ রেখে যথাযথ কাজ পান এ বিষয়ে সরকার সচেষ্ট।
একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, অভিবাসী শ্রমিকদের প্রতি আহ্বান তারা যেন হুন্ডির মাধ্যমে প্রবাস থেকে টাকা না পাঠায়।
তিনি আরও বলেন, রোহিঙ্গা অভিবাসন বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ। বাংলাদেশ এখন এই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। তবে এ সমস্যা দ্রুতই সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের কল্যাণে দেশের ভিতরে তাদের সহজ চলাচলের বিষয়ে সরকার কাজ করছে। পাশাপাশি বিদেশে বিভিন্নক্ষেত্রেও যেন তাদের কোনো হয়রানিতে না পড়তে হয় সেটি নজরে রাখবেন বলে জানিয়েছেন তিনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সারাবাংলা/এমইউএস/এমএ/একে