পিলারসহ প্রতারকচক্রের সদস্য গ্রেফতার
৯ জুন ২০২৩ ২০:১৯ | আপডেট: ৯ জুন ২০২৩ ২০:২০
বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে কোটি টাকা মূল্যের দুটি নকল ‘সীমানা পিলার’সহ সেলিম শিকদার ওরফে জিহির (৫২) পিলার চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের হানিফ শিকদারের ছেলে।
বৃহস্পতিবার (৮ জুন) দিবাগত রাত ৯টার দিকে মোরেলগঞ্জের বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৯ জুন) সেলিমকে আদালতে পাঠানো হয়েছে।
ওই গ্রামে থাকা সেলিম শিকদারের একটি বাগানবাড়িতে খড়কুটা দিয়ে কথিত ওই পিলার দুটি ঢেকে রাখা হয়েছিল। চট্টগ্রামের একটি পার্টিকে পিলার দেখানোর কথা বলে স্থানীয় এক যুবক সেলিমকে দুটি পিলারসহ পুলিশের হাতে ধরিয়ে দেয়। পিলার দুটিতে লেখা রয়েছে ইষ্ট ইনডিয়া কোম্পানি ১৮১৮। প্রতিটি পিলারের ওজন প্রায় ২০ কেজি।
পিলার সম্পর্কে গ্রেফতার সেলিম বলেন, ‘পিলার দুটি সিমন্ট ও বালু দিয়ে হাতে বানানো। আসলে কোটি কোটি টাকা দামের পিলার বলতে কিছু নেই। এই পিলার দুটি বানাতে ১০ দিন সময় ও ৬ হাজার টাকা খরচ হয়েছে। কোনো পার্টি ম্যানেজ করতে পারলে তা বিক্রি করে দিতাম।’
মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলার ৫ জনে মিলে এ ব্যাবসা করছেন বলেও সেলিম জানান।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পিলার সাদৃশ্য বস্তুসহ সেলিম শিকদারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
সারাবাংলা/একে