প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত
৯ জুন ২০২৩ ১৯:১৬ | আপডেট: ৯ জুন ২০২৩ ১৯:১৯
নরসিংদী: জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি চালক নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জুন) বিকেলে ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম রাকিব মিয়া (২২)। তিনি নরসিংদী সদরের আসমান্দির চরের ঝাড়তলা এলাকার মল্লি মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ঘোড়াশাল থেকে সিএনজি চালিয়ে পাঁচদোনা যাচ্ছিলেন রাকিব মিয়া। এসময় পাঁচদোনা থেকে একটি প্রাইভেটকার ঘোড়াশাল আসার সময় ভাগদী কদমতলা এলাকায় সিএনজি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক গুরুতর আহত হয়। পরে চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনার পর প্রাইভেটকার চালক পালিয়ে যায়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সিএনজিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না। চালক মারা গেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।