Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে হযরত শাহজালালের ওরস শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৩ ১৮:২৯

সিলেট: সিলেটে ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ৭০৪তম ওরস শুরু হয়েছে। শুক্রবার (৯ জুন) সকালে মাজারে গিলাফ বদলানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ওরসের উদ্বোধন করা হয়।

এ সময় সিলেট আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেও মাজারে গিলাফ বিতরণ করেন। দিনভর জিকির আজকার, দোয়া মাহফিল ও ভক্তিমূলক গানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে ওরস।

আগামীকাল শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দু’দিন ব্যাপী এ ওরসের সমাপ্তি হবে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ।

এদিকে, ওরস উপলক্ষে মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনটি ফটকেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

সারাবাংলা/এমও

হযরত শাহজালাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর