Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৩ ১৭:৩৮ | আপডেট: ৯ জুন ২০২৩ ২০:৩৬

জামালপুর: জামালপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শুক্রবার (৯ জুন) দুপুরে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা উত্তরপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, দুপুরে জামালপুর থেকে ময়মনসিংহগামী ট্রাক সদর উপজেলার ইটাইল থেকে শ্রীপুরগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় চালকসহ ৯ জনই আহত হয়। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৭ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলো জামালপুর সদরের ইটাইল কান্দাপাড়া গ্রামের ইউসুফ আলীর পুত্র সোলায়মান, সদর আলীর পুত্র আব্দুল মজিদ, ফয়েজ উদ্দিনের পুত্র শাহেদ আলী, সোবহানের পুত্র অটোরিকশা চালক জয়নাল আবেদীন।

পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে। তবে এর চালক পালিয়ে গেছেন।

সারাবাংলা/একে

জামালপুর টপ নিউজ ট্রাকচাপা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর