Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি অধ্যাপক রহমত উল্লাহর অব্যাহতির মূল নথি তলব

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৩ ১৬:০১

ঢাকা: খন্দকার মোশতাক আহমদকে ‘শ্রদ্ধা’ জানিয়ে বক্তব্য দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মো. রহমত উল্লাহকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির মূল নথি তলব করেছেন হাইকোর্ট। আগামী বৃহস্পতিবারের (১৫ জুন) মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মূল নথিপত্র আদালতে দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) রহমত উল্লাহর অব্যাহতির বৈধতা প্রশ্নে জারি করা রুল শুনানিকালে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ জুন) আদেশের বিষয়টি জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। তিনি সারাবাংলাকে বলেন, ‘ ঢাবি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে অব্যাহতি দেওয়া সংক্রান্ত সকল নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী বৃহস্পতিবারের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে নথিপত্র জমা দিতে বলা হয়েছে। ওইদিন বিষয়টি শুনানির জন্য আবার কার্যতালিকায় আসবে।’

আদালতে রহমত উল্লাহর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী সৈয়দা নাসরিন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী সাজ্জাদ হোসেন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি অধ্যাপক মো. রহমত উল্লাহকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির সিদ্ধান্ত স্থগিতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে জারি করা রুল দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন।

তারও আগে গত ৮ জুন অধ্যাপক মো. রহমত উল্লাহর করা রিটের শুনানি নিয়ে তাকে ঢাবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ২০ এপ্রিল সিন্ডিকেট সভায় ঢাবির সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ঢাবির ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন অধ্যাপক মো. রহমত উল্লাহ।

অধ্যাপক রহমত উল্লাহ ঢাবিতে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের রাজনীতির সঙ্গে যুক্ত। নীল দলের প্যানেল থেকে তিনি শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

গত বছরের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছিল ঢাবি প্রশাসন। সেখানে অধ্যাপক মো. রহমত উল্লাহ মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে খন্দকার মোশতাকের প্রতিও শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর খন্দকার মোশতাকের প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেও বক্তব্য রাখেন তিনি।

পরে অলোচনা শেষে সভাপতির বক্তব্য দেওয়ার সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষক সমিতির সভাপতির বক্তব্যের বিতর্কিত অংশ এক্সপাঞ্জ করেন।

এরপর ২০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় খন্দকার মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেওয়ায় অধ্যাপক মো. রহমত উল্লাহকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেন অধ্যাপক রহমত উল্লাহ।

সারাবাংলা/কেআইএফ/এনএস

অধ্যাপক রহমত উল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর