দ্বি-রাষ্ট্র সমাধান না মানলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব
৯ জুন ২০২৩ ১৫:৪৪ | আপডেট: ৯ জুন ২০২৩ ১৭:৪৫
দুই রাষ্ট্র সমাধান মেনে না নিলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। ফিলিস্তিনিদের মর্যাদা ও ন্যায়বিচার না দিয়ে এই ধরনের সম্পর্ক স্বাভাবিককরণ সীমিত সুবিধা দেবে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এসব কথা বলেছেন।
সৌদি আরবের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় রিয়াদ সফর করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিনকেন। বৃহস্পতিবার (৮ জুন) বৈঠক শেষে ব্লিনকেন ও ফয়সাল একটি সংবাদ সম্মেলন করেন। এসময় রিয়াদের এমন অবস্থানের কথা জানান ফয়সাল।
প্রিন্স ফয়সাল বলেন, প্রতিবেশী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ এ অঞ্চলের স্বার্থে প্রয়োজন। সম্পর্ক স্বাভাবিক হলে সবার জন্যই উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। কিন্তু ফিলিস্তিনি জনগণের জন্য শান্তির পথ খুঁজে না পেলে, সেই চ্যালেঞ্জ মোকাবিলা না করে, যে কোনো স্বাভাবিককরণে সীমিত সুবিধা পাওয়া যাবে।
ব্লিনকেনের সঙ্গে যৌথ ওই সংবাদ সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বলেন, অতএব, আমি মনে করি ফিলিস্তিনিদের মর্যাদা ও ন্যায়বিচার দেওয়ার একটি পথ খুঁজে বের করার জন্য দ্বি-রাষ্ট্র সমাধান খোঁজার দিকে আমাদের মনোনিবেশ করা উচিত। এবং আমি মনে করি এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রেরও একই দৃষ্টিভঙ্গি রয়েছে। এই প্রচেষ্টা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন এমন এক সময় সৌদি আরব সফর করছেন যখন সাত বছর পর রিয়াদে ইরানি দূতাবাস ফের চালু করা হয়েছে। মূলত এই অঞ্চলে ইরানের প্রভাব খর্ব করে ইসরাইলকে সুরক্ষা দিতে তেলআবিব ও রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চায় যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে।
সারাবাংলা/আইই
অ্যান্তোনি ব্লিনকেন ইরান ইসরাইল টপ নিউজ প্রিন্স ফয়সাল বিন ফারহান সৌদি আরব