শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার, ১ দিন পর জানাল পুলিশ
সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৩ ১৫:০৯ | আপডেট: ৯ জুন ২০২৩ ১৭:০৩
৯ জুন ২০২৩ ১৫:০৯ | আপডেট: ৯ জুন ২০২৩ ১৭:০৩
ঢাকা: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং লেখক, সাংবাদিক ও কলামিস্ট শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুন) রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয় বনানী থানা পুলিশ।
শুক্রবার (৯ জুন) দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বনানীর একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় শাহরিয়ার কবিরের মেয়ের উদ্ধার করা হয়। ওই রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে জানা যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সারাবাংলা/ইউজে/এনএস