‘সংলাপ হবে না, আপাতত ভাবছি না’
৮ জুন ২০২৩ ১৯:০২
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কথাচ্ছলে আমু ভাই সংলাপের কথা বলেছে। এটাকে আসল ভেবে বিএনপির নেতাদের জিহ্বায় আবারও পানি এসেছে। সংলাপ হবে না। আপাতত আমরা ভাবছি না।
বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের বিরুদ্ধে নালিশ করতে করতে বিএনপির উদ্দেশ্য ছিল শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনবে। নিষেধাজ্ঞার জন্য নালিশ করতে করতে বিএনপি এখন নিজেরাই ফাঁদে পড়েছে। নিজেরাই ফাঁদে পড়িয়া বগা কান্দেরে! তারা নালিশ করে নিষেধাজ্ঞার পরিবর্তে কি পেয়েছে? ভিসা নীতি। এই ভিসা নীতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমেরিকা কাকে ভিসা দেবে, কাকে ভিসা দিবে না- এটা তাদের ব্যাপার। এ নিয়ে ভয় পাওয়ার কি আছে? আমরাও আমাদের দেশে কাকে ভিসা দেব, কাকে দেব না- এটাও আমাদের ব্যাপার।’
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে আমেরিকার ভিসা নীতির শর্তগুলো তুলে ধরে বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘তারা কারা? তারা হচ্ছে বিএনপি? বিএনপির সব নেতার গলা শুকিয়ে গেছে। কথাচ্ছলে আমু ভাই সংলাপের কথা বলেছে। মুলা (সংলাপ) দেখে আবারও জিহ্বায় পানি এসেছে বিএনপি নেতাদের। সংলাপ হবে না, হবে না। আপাতত আমরা ভাবছি না।’
তিনি আরও বলেন, ‘আপনাদের সংলাপের কথা বলে টেবিলে বসাব? গতবারের কথা আমাদের মনে আছে। একবার নয়, দুইবার তাদের সাথে সংলাপে বসেছি। রেজাল্ট কি? জগাখিচুড়ির ঐক্যজোট ভেঙ্গে গেল। একবার নমিনেশন দেয় লন্ডন থেকে, একবার পল্টন থেকে, একবার গুলশান থেকে। তিন জায়গা থেকে নমিনেশন বিক্রি করে। এটাই হচ্ছে বিএনপি। গতবারের মতোই নমিনেশন বাণিজ্য করার জন্য বিএনপি এখন ফালাফালি করছে।’
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি সংলাপে যাবে না। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেবের জিহ্বায় পানি আসছে। তারা মনে করছে, আওয়ামী লীগ তাদের সংলাপে ডাকবে। এই সংলাপের কথা আমরা ভাবছি না। সংলাপের কথা ভেবে ভেবে মন খারাপ করে লাভ নেই। এই বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে। আমরা মারিনি, আদালতের রায়ে মরে গেছে।’
এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ মহানগরের নেতারা।
সারাবাংলা/এনআর/পিটিএম