আজ থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু
৮ জুন ২০২৩ ১৪:১০ | আপডেট: ৮ জুন ২০২৩ ১৫:২৫
ঢাকা: এবারও ট্রেনে আম আসবে রাজধানীতে। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কম খরচে ঢাকায় আম পরিবহনের জন্য চালু হয়েছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। বৃহস্পতিবার (৮ জুন) দুপুর থেকে থেকে বিশেষ এ ট্রেন চালু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এদিন দুপুরে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের কার্যক্রম উদ্বোধন করেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি রহনপুর থেকে বিকাল ৪টায়, চাপাইনবাবগঞ্জ থেকে সন্ধ্যা ৬টায় এবং রাজশাহী থেকে সন্ধ্যা ৭টায় রাজধানীর উদ্দেশে ছেড়ে আসবে।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকেল ৪টায় ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি ছেড়ে এসে ঢাকার তেজগাঁও স্টেশনে পৌঁছাবে রাত ১টা ১৫ মিনিটে। এদিকে বিভিন্ন স্টেশন থেকে ঢাকায় আম পরিবহনে ব্যবসায়ী ও চাষিদের খরচ হবে প্রতি কেজিতে ১ টাকা ৩২ পয়সা।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে রাজধানীগামী ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি চালু হয় ২০২০ সালে। ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আম পরিবহন হয় ১ লাখ ৬৭ হাজার ৮২ কেজি। এতে রাজস্ব আয় হয় ২ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা। দ্বিতীয়বারের মতো ২০২১ সালের ২৭ মে ট্রেনটি চালু করা হয়। সেই বছর আম পরিবহন করা হয় ২ লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি। রাজস্ব আদায় হয় ১৩ লাখ ৪৪ হাজার ১২০ টাকা। সর্বশেষ গত বছর ২০২২ সালে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে মোট ১ লাখ ৪৮ হাজার ২৫৫ কেজি আম পরিবহন করা হয়। এতে ১ লাখ ৭৫ হাজার ৬৩৪ টাকা আয় হয়েছিল।
সারাবাংলা/জেআর/ইআ