Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাসিক নির্বাচনে অংশ নেওয়া বিএনপি নেতারা আজীবন বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৩ ২২:৩৬

ঢাকা: দলের সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে যারা অংশ নিচ্ছেন, তাদের সবাইকে আজীবনের জন্য বহিস্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বিএনপির ১৬ নেতা প্রার্থী হয়েছেন।

বুধবার (৭ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ওই বিবৃতি পাঠান।

বহিষ্কার হওয়া নেতারা হলেন— রাজশাহী মহানগরের রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি বদিউজ্জামান বদি, ১১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আবু বকর কিনু, শাহ মখদুম থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. টুটুল, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মো. বেলাল হোসেন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রনি হোসেন রুহুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান টিটু, রাজশাহী মহানগরের ২২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মির্জা রিপন, বোয়ালিয়া থানা (পূর্ব) যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলিফ আল মাহমুদ লুকেন।

রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি আনোয়ারুল আমিন আজব, মতিহার থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আশরাফুল হাসান বাচ্চু, রাজশাহী মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোসাম্মৎ মুসলিমা বেগম বেলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলতাফুন নেসা পুতুল, ১নং যুগ্ম সম্পাদক সামসুন নাহার, সহ-সভাপতি শাহনাজ বেগম শিখা, ৪নং যুগ্ম সম্পাদক আয়েশা খাতুন মুক্তি-কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আগামী ২১ জুন ২০২৩ তারিখে অনুষ্ঠিতব্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করায় উপরে উল্লেখিত ব্যক্তিদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। এদের মধ্যে রাজশাহী মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেগম বেলী কারণ দর্শানো নোটিশের যে জবাব দিয়েছেন-তা সন্তোষজনক নয়। বাকিরা কারণ দর্শানো নোটিশের কোন জবাবই দেননি। তাই তাদের সবাইকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

টপ নিউজ বহিষ্কার বিএনপি রাসিক নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর