Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের শান্তি সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৩ ১৭:১৭ | আপডেট: ৭ জুন ২০২৩ ১৮:২৬

ঢাকা: বিএনপি-জামায়াতের অব্যাহত নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তি সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের অব্যাহত নৈরাজ্যের বিষয়ে আইনজীবী ভাই-বোনেরা সদা সতর্ক থাকবেন। এই দেশে যত মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী এবং আদালতে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারী রয়েছে, তাদের প্রত্যেকের বিচার হবে। আদালতে নৈরাজ্যে সৃষ্টি করে কেউ পার পাবে না।’

শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমএ কামরুল হাসান খান আসলাম, এসএম গোলাম মোস্তফা তারা, সহকারী অ্যাটর্নি জেনারেল আবদুল মান্নান মান্না, আইনজীবী মাহফুজুর রহমান লিখন, মুকিম মিয়া, মামুন ভূঁইয়া প্রমুখ।

সারাবাংলা/কেআইএফ/ইআ

শান্তি সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর