Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফ্যাটি লিভারের চিকিৎসা খরচ স্বাস্থ্যখাতে বরাদ্দের দ্বিগুণ’

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৩ ১৫:৩৩ | আপডেট: ৭ জুন ২০২৩ ১৫:৪৫

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কিন্তু দেশে বছরে ফ্যাটি লিভারের চিকিৎসার ন্যূনতম অর্থনৈতিক মূল্য ৭৫ হাজার ৬৯০ কোটি টাকা। অর্থনৈতিক দিক বিবেচনায় বছরে ফ্যাটি লিভারের ন্যুনতম চিকিৎসায় খরচ হয় জাতীয়ভাবে প্রস্তাবিত বাজেট বরাদ্দের দ্বিগুণ।

বুধবার (৭ জুন ২০২৩) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে হেপাটোলজি সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. শাহিনুল আলম এসব তথ্য জানান। ৬ষ্ঠ আন্তর্জাতিক ন্যাশ দিবস উপলক্ষ্যে হেপাটোলজি সোসাইটি এ বৈঠকের আয়োজন করে।

বিজ্ঞাপন

এদিন গবেষণা থেকে প্রাপ্ত তথ্য উপস্থাপন করে ডা. শাহিনুল বলেন, ‘প্রতিটি ফ্যাটি লিভার রোগীর হাসপাতালে একবার চিকিৎসা নিতে গড়ে ১৬ হাজার ৮১০ টাকা ব্যয় হয়। এই হিসেবে সব রোগী একবারের জন্য চিকিৎসা নিতে হাসপাতালে গেলে মোট ব্যয় ৭৫ হাজার ৬৯০ কোটি টাকা। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই হিসেবে ফ্যাটি লিভারের চিকিৎসায় মোট ব্যয় জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের দ্বিগুণ।’

তিনি বলেন, ‘ফ্যাটি লিভারজনিত সিরোসিস ও লিভার ক্যান্সারের রোগী ক্রমাগত বাড়ছে। এ সংক্রান্ত জটিলতার ক্ষেত্রে শারীরিক ও অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি।’

এ সময় বিএসএমএমইউয়ের হেপাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা. মো. সাইফুল ইসলাম এলিন বলেন, ‘দেশে প্রায় সাড়ে ৪ কোটি লোক ফ্যাটি লিভারে আক্রান্ত। দিন দিন তা বেড়েই চলেছে। তাই ফ্যাটি লিভার প্রতিরোধে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

বিজ্ঞাপন

গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, ‘জীবনাচরণ পরিবর্তনের পাশাপাশি ৭ থেকে ১০ শতাংশ ওজন হ্রাস হচ্ছে ফ্যাটি লিভার প্রতিরোধের মূলমন্ত্র।’

বৈঠকে সভাপতিত্ব করেন লিভার বিশেষজ্ঞ ও হেপাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক মবিন খান। এতে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ এস এম মতিউর রহমান।

বিশেষ অতিথি বক্তব্য দেন আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ, ন্যাশনাল ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী, বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এম হারুন উর রশিদ, সিনিয়র সাংবাদিক আমির খসরু, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সিডনির অধ্যাপক মোহাম্মেদ ইসলাম ও গ্লোবাল লিভার ইনস্টিটিউটের সভাপতি ডোনা ক্রাইয়ার।

সারাবাংলা/এসবি/এনএস

টপ নিউজ ফ্যাটি লিভার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর