Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির কলা-আইন-সামাজিক বিজ্ঞান ইউনিটে পাশের হার ৯.৬৯ শতাংশ

ঢাবি করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৩ ১৫:১০

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশের হার ৯ দশমিক ৬৯ শতাংশ। সংখ্যার হিসেবে পাশ করেছেন ১১ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

বুধবার (৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফলাফল ঘোষণা করেন।

এই ইউনিটে পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ১৫ হাজার ২২৩ জন শিক্ষার্থীর বিপরীতে আসন রয়েছে মোট ২ হাজার ৯৩৪টি।
এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাস করেছেন ৪ হাজার ৪৮৭ জন, মানবিক বিভাগে ৬ হাজার ৩১ জন ও ব্যবসায় শিক্ষা অনুষদে ৬৫১ জন।
এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৪৪টি ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৮২টি আসন বরাদ্দ রয়েছে।

সারাবাংলা/আরআইআর/এনএস

ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর