Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বরিশালবাসীর ভাগ্য বদলের কারিগর হবেন খোকন সেরনিয়াবাত’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৩ ২৩:৩৩

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে সারা দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন। যা ভবিষ্যতে আরও তরান্বিত হবে। কিন্তু যেকোনো কারণেই হোক বরিশালে এই উন্নয়নের ছোঁয়া লাগেনি। এটা বরিশালবাসীসহ সবার দুর্ভাগ্য। আমরা বিশ্বাস করি সেই দুর্ভাগ্য কেটে গেছে। এখন শুধু শুভদিনের অপেক্ষা। ভাগ্য বদল হবে বরিশালের মানুষের। আর এই ভাগ্য বদলের কারিগর হবেন আমাদের প্রার্থী খোকন সেরনিয়াবাত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জুন) বিকেলে নগরীতে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াতের পক্ষে গণসংযোগ করতে গিয়ে এসব কথা বলেন বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির এই সদস্য।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘খোকন সেরনিয়াবাতকে প্রধানমন্ত্রী আপনাদের ভাগ্য বদলের জন্য মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। তার আস্থা ও বিশ্বাস খোকন হবেন বরিশালের উন্নয়নের নতুন কারিগর। আর এ জন্য নগরবাসীকে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে।’

কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, ‘বরিশালের উন্নয়নের জন্য খোকন সেরনিয়াবাতকে নির্বাচিত করতে হবে। এর কোনো বিকল্প নেই। খোকন ভাইয়ের মত সৎ, যোগ্য, মেধাবী, নির্লোভ ও বিচক্ষণ প্রার্থী আর নেই। বিগত সময়ে নগরীর যতটা উন্নয়ন ঘাটতি হয়েছে, খোকন সেরনিয়াবাত নির্বাচিত হলে তা পুষিয়ে দেবেন। প্রধানমন্ত্রী বরিশালকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবেন। তাই নগরবাসীকে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে হবে।’

এদিন বিকেল ৫টায় নগরীর সোহেল চত্বরের দলীয় কার্যালয় থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি নগরীর সদর রোড কালিবাড়ি মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, রফিকুল ইসলাম খোকনসহ অনেকেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/পিটিএম

খোকন সেরনিয়াবাত জাহাঙ্গীর কবির নানক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর