Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেতন বৈষম্য শিক্ষার মান উন্নয়নে বাধা নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৩ ১৮:৫৭ | আপডেট: ৬ জুন ২০২৩ ১৯:১৪

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘সরকারি-বেসরকারি শিক্ষাক কর্মচারীদের বেতন বৈষম্যের কারণে শিক্ষার গুণগত মান উন্নয়ন বিঘ্নিত হওয়ার বিষয়টি সত্য নয়। কারণ সরকারি ও বেসরকারি শিক্ষা ব্যবস্থায় সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের জাতীয় বেতন স্কেলে ২০১৫ অনুযায়ী গ্রেডভিত্তিক বেতন দেওয়া হয়ে থাকে।’

মঙ্গলবার (৬ জুন) জাতীয় সংসদে নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘শিক্ষাকে যুগোপযোগী করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রত্যেকটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনার পদক্ষেপ চলমান রহিয়াছে। এ লক্ষ্যে আইসিটি’র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদানকারী ৫ লাখ ৭২ হাজার ৮৪০ জন শিক্ষককে আইসিটি বিষয়ে ১২ ধরনের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ১ লাখ ৪৭ হাজার ৯১৩ জনের প্রশিক্ষণ বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া এ প্রকল্পের আওতায় ৩১ হাজার ৩৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৬ হাজার ৩৪০টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এ পর্যন্ত ১৩ হাজার ৫৭৪টি প্রতিষ্ঠানে ১টি করে ইন্টারনেট মডেম সরবরাহ করা হইয়াছে। একইসঙ্গে সেসিপ প্রকল্পের আওতায় ৭১০টি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন আইসিটি লার্নিং সেন্টার স্থাপন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত সরকারি পোস্ট গ্রাজুয়েট কলেজসমূহের উন্নয়ন প্রকল্পের (২য় সংশোধিত) আওতায় ৭০টি কলেজে ৬০০টি মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ৭০টি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। এছাড়া অফিসে যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ১ হাজার ৬১০টি কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে।’

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৪৮৫৩টি শ্রেণিকক্ষকে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে রূপান্তর করার অর্থ আছে। প্রস্তাবিত প্রকল্প মেয়াদ ডিসেম্বর ২০২৬ এর মধ্যে তা সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১ হাজার ৯৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।’

ঢাকা শহরের নিকটবর্তী এলাকায় ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের অধীনে নির্মিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২৭০টি মাল্টিমিডিয়া ক্লাসরুম হিসেবে স্থাপিত হবে। ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের মাধ্যমে ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ১৮টি (প্রতি বিদ্যালয়ে জন্য ২টি) আইসিটি ল্যাব স্থাপন এবং ৯০টি (প্রতি বিদ্যালয়ের জন্য ১০টি) মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপনের অর্থ রয়েছে বলে জানান দীপু মনি।

ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বেতনা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করার লক্ষ্যে গত ৩০ এপ্রিল শিক্ষার্থীদের ফি গ্রহণ সংক্রান্ত একটি পত্র জারি করে। বিষয়টির বাস্তবায়ন চলমান রয়েছে।

কুমিল্লা ৮ আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর অপর এক প্রশ্নের জাবে শিক্ষা মন্ত্রী সংসদে বলেন, ‘উচ্চ শিক্ষা পর্য়ায়ে শিক্ষা সনদ জালিয়াতি বন্ধে একটি অটোমশন সফটওয়্যার প্রবর্তনের কাজ চলমান রয়েছে। সফটওয়্যারটি চালু হলে বিশ্ববিদ্যালয় পর্য়ায়ের শিক্ষার্থদের সকল তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। পৃথিবীর যেকোনো স্থান থেকে সনদ যাছাই করা যাবে। এতে করে সনদ জালিয়াতি বন্ধ হবে।’

সারাবাংলা/এএইচএইচ/এনএস

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর