Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৩ ১৭:৩০ | আপডেট: ৬ জুন ২০২৩ ১৯:২২

ঢাকা: মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (০৬ জুন) দুপুরে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক হয়।

দলীয় সূত্রমতে, দুপুর দেড়টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় যান। প্রায় ঘণ্টা খানেক আলোচনার পর দুপুর দুইটার পর সেখান থেকে বেরিয়ে আসেন তিনি।

সাধারণত বিদেশি রাষ্ট্রদূত বা কূটনীতিকদের সঙ্গে বৈঠকের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে থাকেন। কিন্তু আজ একাই পিটার হাসের বাসায় যান মির্জা ফখরুল।

এর আগে, গত রোববার দুপুরে পিটার হাসের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিদেশি কূটনীতিক বিশেষ করে বৃটেন, আমেরিকা এবং ভারতের কূটনীতিকদের সঙ্গে এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।

তবে অঘোষিত এ বৈঠক নিয়ে বিএনপির পক্ষ থেকে মিডিয়াকে কিছু জানানো হয়নি। দলটির মিডিয়া সেলে সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে বলেন, ‘বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানি না। জানতে পারলে আপনাদের জানাব।’

সারাবাংলা/ এজেড/এনইউ

পিটার হাস মির্জা ফখরুল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর