Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীর মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৩ ১৫:৪২

রংপুর: মামলা তুলতে চাপ প্রয়োগ ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম।

গতকাল সোমবার রাত ১টায় নগরীর ধাপ শ্যামলী লেন এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর কোতোয়ালী পুলিশ। তবে মঙ্গলবার (৬ জুন) দুপুরে আরিফুল ইসলাম তার চাচার মৃত্যুতে জামিন পেয়েছেন।

মহানগর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আরিফুল ইসলামের বিরুদ্ধে একটি মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, চলতি বছরের ৮ এপ্রিল কোতোয়ালি থানায় স্বামী আরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্ত্রী লায়লা আরজুমান বানু পাপ্পু। তিনি অভিযোগে উল্লেখ করেন, তার স্বামীর বিরুদ্ধে রংপুরের পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় জামিন পাবার পর থেকেই মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে স্বামী আরিফুল ইসলাম। মামলা না তুললে খুন করার হুমকি দেওয়ায় ফের থানায় সাধারণ ডায়েরি করেন স্ত্রী।

ভুক্তভোগীর দুলাভাই আশরাফুল ইসলাম বলেন, ‘সাধারণ ডায়েরি দায়েরের পর আদালত আরিফুলকে সমনের জন্য ডাকলেও তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরে গতকাল রাতে পুলিশ গ্রেফতার করে। তবে চাচা মারা যাওয়ায় আজ দুপুরে তাকে জামিন দেওয়া হয়েছে।’

এর আগে, গত বছরের ৮ নভেম্বর পীরগঞ্জ থানায় স্বামী আরিফুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন স্ত্রী লায়লা আরজুমান বানু পাপ্পু। তিনি অভিযোগে উল্লেখ করেন, বিয়ের পর থেকে ৫০ লাখ টাকার যৌতুকের দাবিতে প্রায় সময়ই চাপ প্রয়োগ করতো আরিফুল। এরইমধ্যে আরেক নারীর সঙ্গে পরকিয়ায় জড়ায় আরিফুল। পরবর্তীতে যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রীকে একবার তালাকও দেয় সে। পরিবার ও স্থানীয়দের সহয়তায় ফের সংসার জীবন শুরু করলেও আবারও যৌতুকের চাপ প্রয়োগ ও মারধর করে আরিফুল। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন স্ত্রী লায়লা আরজুমান বানু পাপ্পু।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

বিশ্ববিদ্যালয় কর্মকর্তা রোকেয়া বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর