Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৩ ১৪:১১

নরসিংদী: শিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার (৬ জুন) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আ ন ম ইলিয়াসের আদালত এই রায় দেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ জুলাই পারিবারিক কলহের জেরে নরসিংদীর শিবপুরে স্বামী মোফাজ্জল হোসেনকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে স্ত্রী জুনু বেগম। ঘটনার পর নিহতের বড় ভাই বাদী হয়ে জুনু বেগমকে অভিযুক্ত করে শিবপুর মডেল থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

বিজ্ঞাপন

পরে আদালতে জুনু বেগম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে সবশেষ, আজ মঙ্গলবার দুপুরে ঘটনার ১০ মাস ১৪ দিনের মাথায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেনে রাষ্ট্রপক্ষের আইনজীবী। অপরদিকে, রায়ের বিপরীতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।

সারাবাংলা/এমও

নরসিংদী যাবজ্জীবন স্বামীকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর