Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন নিয়ে তৃতীয় একটি দেশ অতিরিক্ত বাড়াবাড়ি করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৩ ২১:৪৫

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশের নির্বাচন নিয়ে ‘তৃতীয় একটি দেশ’ অতিরিক্ত বাড়াবাড়ি করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের ১৪ দলের নেতারা। সেই ‘বাড়াবাড়ির’ বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থানকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই জোটের নেতারা। তবে তৃতীয় দেশটির নাম উল্লেখ করেননি তারা।

সোমবার (৫ জুন) সন্ধ্যায় চট্টগ্রামের ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নেতারা এসব কথা বলেন। নগরীর উত্তর কাট্টলীতে সুজনের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জানতে চাইলে খোরশেদ আলম সুজন সারাবাংলাকে বলেন, ‘বাংলাদেশের নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক একমাত্র বাংলাদেশের জনগণ। সেখানে অন্য কোনো দেশের মাথা ঘামানো সমীচীন নয়। কিন্তু তৃতীয় একটি দেশ যেভাবে দৌড়ঝাপ শুরু করেছে, এটা অতিরিক্ত বাড়াবাড়ি বলে মনে করেন ১৪ দলের নেতারা। সেইসঙ্গে দেশের সচেতন মহলও ওই দেশের বাড়াবাড়ি নিয়ে উদ্বিগ্ন। মাননীয় প্রধানমন্ত্রী এর বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন, আমরা ১৪ দল এ অবস্থানকে স্বাগত জানাই এবং এক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর পাশে আছি।’

সভায় ১৪ দলের বিভিন্ন শরিক দলের নেতারা বলেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশন সবধরনের প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে একটি দেশ অতিরিক্ত বাড়াবাড়ি করছে। এর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দৃঢ়তা সকল মহলে প্রশংসিত হয়েছে।

তারা আরও বলেন, রমজান, ঈদুল আজহা এবং দুর্গাপুজাকে কেন্দ্র করে সিন্ডিকেট ব্যবসায়ীরা জনগনকে জিম্মি করে ফেলে। এই সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য প্রতিহত করতে হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে চট্টগ্রামের জনগণের সুপেয় পানির চাহিদা পূরণে কোটি কোটি টাকার বরাদ্দ দিয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে চট্টগ্রাম ওয়াসা তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন

সভায় বক্তব্য দেন- জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদক শরীফ চৌহান, দলটির সম্পাদকমণ্ডলীর সদস্য মনসুর মাসুদ ও দিদারুল আলম, ন্যাপের কেন্দ্রীয় সহ-সভাপতি গাজী আলমগীর ও মহানগরের সাধারণ সম্পাদক ফয়েজউল্লাহ মজুমদার, জাসদ মহানগর সদস্য বেলায়েত হোসেন, সাম্যবাদী দলের আহবায়ক অমূল্য বড়ুয়া, গনআজাদী লীগের সভাপতি নজরুল ইসলাম আশরাফী ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম।

সারাবাংলা/আরডি/পিটিএম

১৪ দল চট্টগ্রাম

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর