Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: জুনের প্রথম ৫ দিনেই ৪ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৩ ২১:৩৪

ফাইল ছবি

ঢাকা: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। এ নিয়ে জুনের প্রথম পাঁচ দিনে ডেঙ্গুতে চার জনের মৃত্যু হলো। এই পাঁচ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৫ জন। আর গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৪ জন।

বিজ্ঞাপন

সোমবার (৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৩৬ জন এবং অন্যান্য বিভাগে ৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত দুই হাজার ৪৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৮১ জন এবং ঢাকার বাইরে ৬৯৬ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৬৮ জন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৪৩১ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৬৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয় কন্ট্রোল রুমের পরিসংখ্যানে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

আরও পড়ুন: ভয়াবহ রূপ নিয়ে আসছে ডেঙ্গু!

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ ডেঙ্গু

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর