Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

হিলি করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৩ ২০:২৪

দিনাজপুর: আড়াই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দেশের বাজার স্বাভাবিক রাখতে রোববার সন্ধ্যার দিকে কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুমতি দেয়।

সোমবার (৫ জুন) বিকেলে ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরের প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আমদানি-রফতানি গ্রুপের সহ-সভাপতি শাহিনুর রেজা শাহিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশের কৃষকের কথা চিন্তা করে সরকার গেল ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়। এরপর দেশের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় আবারও সরকার পেঁয়াজ আমদানি অনুমতি দেয়। প্রায় ৮০ দিন বন্ধের পর সোমবার থেকে পেঁয়াজ আমদানি শুরু হলো।’

তিনি আরও বলেন, ‘বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কমে আসবে। প্রথমদিন বন্দরের এন আলম নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের ৩ গাড়িতে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।’

সারাবাংলা/একে

টপ নিউজ দিনাজপুর হিলি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর