Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে হাত-পা বাঁধা পার্লার কর্মীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৩ ১৬:১৯

গাজীপুর: গাজীপুর সদরে রুবিনা খাতুন (২৮) নামের এক পার্লার কর্মীর হাত ও পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জুন) রাত ১১টার দিকে মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের আদাবই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রুবিনা খাতুন সদর থানাধীন আদাবই এলাকার আব্দুস সালামের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে ওই পার্লার চালাতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, পার্লারের সঙ্গেই একটি কক্ষে রাতে থাকতেন রুবিনা। শুক্রবার রাতে রুবিনার মা খাবার দিতে গিয়ে মেয়েকে হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ রাতে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/ইআ

লাশ উদ্ধার

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর