সাইকেল থেকে পড়ে জ্ঞান হারালেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী
৪ জুন ২০২৩ ২২:৫৬ | আপডেট: ৪ জুন ২০২৩ ২২:৫৯
ঢাকা: ছোটখাটো অঘটন ঘটেছে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্র’র ভাগ্যে। অপ্রত্যাশিতভাবে সাইকেল থেকে পড়ে কিছু সময়ের জন্য জ্ঞানহীন অবস্থায় ছিলেন তিনি। অবস্থা বেগতিক দেখে প্রধানমন্ত্রীকে নেওয়া হয় হাসপাতালেও।
শনিবার (৩ জুন) এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বেলজিয়াম জাতীয় সংবাদ সংস্থা বেলজা রিপোর্ট।
হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তার দেহে বা মাথায় বড় কোনো আঘাত নেই। পড়ে যাওয়ার পর যতটুকু আঘাত পেয়েছিলেন সেটিও সেরে গেছে।
প্রধানমন্ত্রী ডি ক্রু শনিবার দিনের শেষ দিকে— ফ্ল্যান্ডার্স অঞ্চলে নিজের বাড়ির কাছে ছেলেকে নিয়ে সাইকেল চালাচ্ছিলেন। ওই সময়ই পড়ে গিয়ে আঘাত পান তিনি।
বেলজা জানিয়েছে, প্রধানমন্ত্রী কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন এবং শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।
বেলজা রিপোর্ট নিশ্চিত করেছে, দুর্ঘটনাটি আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সরকারি শিডিউলে কোনো প্রভাব ফেলবে না। সবকিছু ঠিকঠাক চলবে।
সারাবাংলা/একে