Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লা খান

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৩ ২১:১৭ | আপডেট: ৪ জুন ২০২৩ ২১:২০

ঢাকা : গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আজমত উল্লা খান। রোববার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০’ এর ধারা ৭(১) ও ৭ (২) অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন‌্যান‌্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত‌্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন‌্য মো. আজমত উল্লা খান কে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের অন‌্যান‌্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

তিনি সদ্য অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ছিলেন। তবে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের কাছে তিনি ভোটযুদ্ধে হেরে যান।

সারাবাংলা/জিএস/একে

আজমত উল্লা গাজীপুর সিটি করপোরেশন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর