Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৩ ১৮:০২ | আপডেট: ৪ জুন ২০২৩ ১৮:০৪

জয়পুরহাট: জয়পুরহাটে পানিতে ডুবে সোহান নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৪ জুন) দুপুরে সদর উপজেলার কোমরগ্রামে ঘটনাটি ঘটে।

মৃত সোহান কোমরগ্রাম এলাকার উজ্জল হোসেনের ছেলে। সে জয়পুরহাট জামান মডেল কিন্ডার গার্ডেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, সোহানসহ কয়েকজন শিশু রোবার দুপুরে কোমরগ্রাম বড় পুকুর পাড়ে আম গাছের আম কুড়াচ্ছিল। সে সময় সবার অজান্তে সোহান পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন সোহানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সোহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মৃত সোহানের পরিবারে নেমেছে শোকের ছায়া।

সারাবাংলা/ইআ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর