ডিএসইতে লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা
৪ জুন ২০২৩ ১৬:২৮ | আপডেট: ৪ জুন ২০২৩ ১৬:৩০
ঢাকা: প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর প্রথম লেনদেন দিবসে সূচকের ঊর্ধমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ২৫৪ কোটি ৪০ লাখ ৯৫ হাজার টাকা। এটি আগের সাত মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ লেনদেন।
এর আগে ২০২২ সালের ৮ নভেম্বর ডিএসইতে এক হাজার ৪৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। ওই দিনের পর রোববার (৪ জুন) ডিএসইতে সর্বোচ্চ আর্থিক লেনদেন হয়েছে।
এদিকে রোববার ডিএসইতে ৩৫০টি কোম্পানির ২২ কোটি ৭২ লাখ ৮০ হাজার ১৬৫টি শেয়ার ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে বেড়েছে ৭৭টির এবং কমেছে ১০০টির। আর ১৭৩টি শেয়ার দামের কোনো পরিবর্তন হয়নি। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে উন্নীত হয়।
অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৯৯ পয়েন্টে নেমে আসে। এছাড়া ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৩ পয়েন্টে।
সারাবাংলা/জিএস/এনএস