লোডশেডিং পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
৪ জুন ২০২৩ ১৬:০৮ | আপডেট: ৪ জুন ২০২৩ ১৮:০১
ঢাকা: আগামী দুই সপ্তাহের মধ্যে চলমান লোডশেডিং পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। গরমের মধ্যে লোডশেডিং দেওয়ার জন্য দেশবাসীর কাছে দুঃখও প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘বেশ কিছুদিন যাবৎ লোডশেডিং বেড়ে গেছে। এটি আরও দুই সপ্তাহ হতে পারে। আমরা আশা করছি আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে।’
তিনি আরও বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে আমরা দুই মাস আগে থেকে চেষ্টা করেছি। কিন্তু সার্বিকভাবে আমাদেন অনেক কিছুই দেখতে হয়। অর্থনৈতিক একটা বিষয় রয়েছে, তেল-গ্যাসের যোগানের বিষয় রয়েছে।’
উল্লেখ্য, ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র কয়লার অভাবে বন্ধ রয়েছে। একই কারণে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের যে ইউনিটটি চালু সেটিও পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। যে কারণে গত দুই সপ্তাহ ধরে জাতীয় গ্রিডে উৎপাদন ও সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। ফলে দেশে তীব্র লোডশেডিং হচ্ছে।
সারাবাংলা/জেআর/এমও