Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে মেয়রপ্রার্থীসহ বিএনপির ১৯ নেতা আজীবন বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৩ ১৫:৩৭ | আপডেট: ৪ জুন ২০২৩ ১৫:৩৮

বরিশাল: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ১৯ জন বর্তমান ও সাবেক নেতাকর্মীকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ১ জন মেয়র প্রার্থী। বাকি ১৮ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরআগে গত বৃহস্পতিবার তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে তাদের জবাব চেয়ে সময়সীমা বেঁধে দেওয়া হয়। নোটিশের জবাব দিলেও তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসতে অস্বীকৃতি জানান।

বিজ্ঞাপন

আজীবন বহিষ্কারপ্রাপ্তরা হলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপন, সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক শাহ আমিনুল ইসলাম ও হারুন অর রশিদ এবং আহ্বায়ক কমিটির সদস্য সেলিম হাওলাদার, মহানগর যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবির।

সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন সামাদ শিল্পী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিনা বেগম, রাশিদা পারভীন ও জাহানারা বেগম।

বাকিরা হলেন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ হুমায়ন কবির লিংকু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিয়াউল হক মাসুম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি, বরিশাল জেলা তাঁতী দলের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ শাহীন, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ২২ নম্বর ওয়ার্ড মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন সামাদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদউদ্দিন হাওলাদার ও ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সেলিম হাওলাদার।

বিজ্ঞাপন

বিএনপির দলীয় সূত্র জানায়, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবার বিএনপির অন্তত ২১ জন বর্তমান ও সাবেক নেতা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে মেয়র প্রার্থী কামরুল আহসান ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। এ ছাড়া নগর বিএনপির আহ্বায়ক কমিটির তিনজন যুগ্ম আহ্বায়ক ও চারজন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যরা ওয়ার্ড বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেতা।

রোববার (৪ জুন) দুপুরে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা চিঠিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। কেন্দ্রীয় কমিটির পাঠানো চিঠি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই সরকারের অধীন কোনো নির্বাচনে অংশ নেবে না। এ কারণে নির্বাচনের যেকোনো কার্যক্রম থেকে প্রতিটি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাদের বিরত থাকার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছিল। একই সঙ্গে ভোটারদের ভোট দিতে নিরুৎসাহিত করার নির্দেশও দেওয়া হয়েছে ওই চিঠিতে।’

বহিষ্কারাদেশের বিষয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান বলেন, ‘কারণ দর্শানোর নোটিশটি জমা দিয়েছি। তবে এরপর এ ধরনের সিদ্ধান্তের কোনো চিঠি পাইনি।’

তিনি আরও বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই আমি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলাম। এরপর মনোনয়ন জমা, প্রচার-প্রচারণা শুরু পর্যন্ত দলের কোনো স্তর থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। মনোনয়ন প্রত্যাহারের কোনো নির্দেশনাও পাইনি। এখন নির্বাচনের আগে এসে এ ধরনের নির্দেশ পেলে তো আর মাঝপথে নির্বাচন থেকে সরে দাঁড়ানো যায় না।’

প্রসঙ্গত, আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ৭, সাধারণ কাউন্সিলর পদে ১১৯ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সারাবাংলা/একে

বরিশাল বহিষ্কার

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর