বধ্যভূমির লেকে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
৩ জুন ২০২৩ ২২:৩৫
ঢাকা: মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমির ভেতরের লেকে গোসল করতে নেমে দুই শিশু মারা গেছে। তাদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। তবে তাদের বয়স হবে ৮ থেকে ১০বছর হবে বলে ধারণা।
শনিবার (৩ জুন) বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে লেকের স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রায়েরবাজার বধ্যভূমি ভেতরের লেকে গোসল করতে নেমে তলিয়ে যায় দুই শিশু। দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, ওই দুই শিশুকে পানি থেকে তোলার পর পরই এলাকার শত শত লোক জড়ো হয়। তবে কেউ শিশু দুটিকে শনাক্ত করতে পারেনি। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম