Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বাজেটের মূল চ্যালেঞ্জ: বিসিআই

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৩ ১৯:৫৭

ঢাকা: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের মূল চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। একইসঙ্গে রিটার্ন দাখিলে নূন্যতম ২ হাজার টাকা কর প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ আহ্বান জানান বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। শনিবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিসিআই সভাপতি বলেন, ‘করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ করা হয়েছে যা বিসিআই স্বাগত জানায়। তবে উচ্চমূল্যস্ফীতি ও জীবন যাত্রার ব্যয় বিবেচনায় আগামী কর বৎসরের ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা ৫ লক্ষ টাকা করার প্রস্তাব করছি। উচ্চমূল্যস্ফীতির এ সময়ে করযোগ্য নয় এমন টিনধারীদের ওপর ন্যূনতম ২ হাজার টাকা আয়কর আরোপের সিদ্ধান্ত স্বল্প আয়ের জনগোষ্ঠীর ওপর করের বোঝা তৈরি করবে। তাই এ প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই প্রস্তাবিত বাজেটের মূল চ্যালেঞ্জ উল্লেখ করে আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, ‘প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রাখার কথা উল্লেখ করা হয়েছে, যা এখন ৯ শতাংশের বেশি।’

তিনি আরও বলেন, ‘মাইক্রো, কুটির ও স্মল শিল্প করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইতোমধ্যে প্রায় ৪৫ শতাংশ ঝরে পড়েছে। রাজস্ব আয় প্রধানত বেসরকারি খাত হতে সংগ্রহ করা হয়ে থাকে কিন্তু বর্তমানে উচ্চমূল্যস্ফীতি, ডলার সংকট, জ্বালানি সমস্যা কারণে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে, ফলে উৎপাদনশীল কারখানাগুলোর প্রবৃদ্ধি হারিয়েছে। এদিকে বেসরকারি খাতের ক্রেডিট গ্রোথ নিম্নগামী। রফতানিও মন্থর এবং রেমিট্যান্সও ওই পরিমাণে প্রবৃদ্ধি হচ্ছে না।’

বিজ্ঞাপন

দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে গেলে আমদানি বিকল্প শিল্প এবং কীভাবে কারখানাগুলোর প্রবৃদ্ধির সক্ষমতা ফিরিয়ে আনা যায় সেদিকে লক্ষ রাখতে হবে কিন্তু প্রস্তাবিত বাজেটে এর কোনো দিকনির্দেশনা নেই বলেও মন্তব্য করেন বিসিআই সভাপতি।

সারাবাংলা/ইএইচটি/এমও

বাজেট বিসিআই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর