Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে সেনাসদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৩ ১৮:৫৭

সিলেট: সিটি সুপারমার্কেটের নির্মাণাধীন ভবনের উপর থেকে লোহারপাইপ মাথায় পড়ে দেলোয়ার হোসেন নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন।

শনিবার (৩ জুন) বেলা আড়াইটার দিকে সিলেট সিটি করপোরেশনের মালিকানাধীন মার্কেটটিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত সেনাসদস্য দেলোয়ার ১৭ পদাতিক ডিভিশনের ল্যান্স কর্পোরাল। তার বাড়ি মেহেরপুরের রাংনি থানায়।

পুলিশ জানায়, মার্কেটে পণ্য কিনতে গিয়েছিলেন ওই সেনাসদস্য। এ সময় ১২ তলার নির্মাণাধীন ভবন থেকে একটি লোহারপাইপ এসে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ঘটনাস্থলে গিয়ে দুঃখ প্রকাশ করেন। এ ঘটনায় সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনার পর নির্মাণকাজে নিয়োজিত থাকা ১৭ শ্রমিককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ নিহত সিলেট সেনাসদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর