Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের একদিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৩ ১৮:২৮

নড়াইল: নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর আরিফা খাতুন (১১) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ জুন) সকাল ১০টার দিকে বাঁধাঘাট এলাকা থেকে ভাসমান লাশটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত আরিফা নড়াইল পৌরসভা এলাকার হাটবাড়িয়া গ্রামের জয়নাল মোড়লের মেয়ে। সে স্থানীয় মাছিমদিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী ছিল।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (২ জুন) দুপুরে হাটবাড়িয়া গ্রামের আরিফা ও লামিয়া চিত্রা নদীতে গোসল করতে এস এম সুলতান সেতুর নিচে নামে। এ সময় লামিয়া নদী থেকে ওপরে উঠে এলেও আরিফা উঠে আসেনি।

নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আরিফার মরদেহ বাঁধাঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।

সারাবাংলা/ইআ

স্কুলছাত্রীর মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর