Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশিদের জন্য হটলাইন নম্বর চালু

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৩ ১৬:০৮ | আপডেট: ৩ জুন ২০২৩ ১৮:৩৭

ঢাকা: ভারতের ওড়িশায় দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে বাংলাদেশি যাত্রী থাকতে পারে। দুর্ঘটনায় কোনো বাংলাদেশি থাকলে তাদের তথ্য জানতে একটি হটলাইন নম্বর (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ হোয়াটসঅ্যাপ) দিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন।

শুক্রবার (২ জুন) রাতে উপ-হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হটলাইনের কথা জানিয়েছে।

এদিকে শনিবার (৩ জুন) কলকাতার বাংলা‌দেশ উপ-হাইক‌মিশন জানিয়েছে, ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনো বাংলাদে‌শির হতাহ‌ত হওয়ার খবর পায়‌নি ।

উপ-হাই কমিশন জানিয়েছে, এ ধরনের প‌রি‌স্থি‌তিতে স‌ঠিক তথ্য বের করাটা যেমন জরু‌রি, তেম‌নি ক‌ঠিনও। বি‌শেষ করে বিদে‌শি নাগ‌রিকদের তথ্য বের করা। মিশন ইতোম‌ধ্যে হটলাইন নম্বর চালু করেছে। মিশন কাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র র‌ফিকুল আলম জানান, আমাদের মিশনের এক‌টি টিম এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁ‌ছে যাওয়ার কথা। মিশন থেকে আমরা এখনও বাংলা‌দে‌শিদের বিষয়ে কোনো আপডেট পাইনি।

উল্লেখ্য, ভারতের পূর্বাঞ্চলের ওড়িশা রাজ্যের বালেশ্বর এলাকার কাছে শুক্রবার রাতে ট্রেনের ত্রিমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমের তথ্য বল‌ছে, ট্রেন দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা শনিবার দুপুর ১২টা পর্যন্ত বেড়ে ২৮৮ হয়েছে। দুর্ঘটনায় ৮৫০ জনের বেশি আহত হয়েছেন।

সারাবাংলা/এসবি/একে

টপ নিউজ ট্রেন দুর্ঘটনা ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর