পুকুরে ডুবে দুই সন্তানসহ মায়ের মৃত্যু
২ জুন ২০২৩ ২৩:১০ | আপডেট: ২ জুন ২০২৩ ২৩:১২
দিনাজপুর: দিনাজপুরে সদরে পুকুরে ডুবে মাসহ তার দুই ছেলে সন্তানেরর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের ভবাই নগর চুনিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন- চুনিপাড়া এলাকার উজ্জ্বল দেবনাথের স্ত্রী অষ্টমী দেবনাথ (২৮) এবং তার দুই সন্তান গৌতম দেবনাথ (৮) ও প্রিতম দেবনাথ (৩)
স্থানীয়দের ধারণা, অষ্টমী দেবনাথ বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে কাপড় ধোয়ার জন্য গিয়েছিল। এসময় তার দুই সন্তানও তার সঙ্গে গিয়েছিল। একপর্যায়ে সন্তানরা পুকুরে গোসল করতে নামলে তারা ডুবেযায়। পরে অষ্টমী দেবনাথ তাদের বাঁচাতে গেলে পানিতে ডুবে তারও মৃত্যু হয়।
শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদ আলী জানান, মা হয়ত পুকুরে কোনো কাজে গিয়েছিল। এসময় তার ছেলেরাও সঙ্গে যায়। দুর্ঘটনার সময় দুই ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মায়েরও মৃত্যু হয়।
কোতয়ালী থানা পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বলেন, ধারণা করা যাচ্ছে পানিতে দুই সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/একে