Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ নেতার হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট
২ জুন ২০২৩ ২৩:০৪

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার (২ জুন) দুপুর ২টার দিকে কিসমত বৌলপুর গ্রামে হোগলাপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহোর আলী খানকে (৭০) গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে যায় সন্ত্রাসীরা। তিনি বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি আছেন।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

৭নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. আল আমিন খান বলেন, ‘জুমার নামাজ শেষে আমার বাবা বাড়ি ফিরছিলেন। এ সময় এক দল সন্ত্রাসী আমার বাবার ওপর হামলা করে। হামলাকারীরা পিটিয়ে তার বাবার বাম হাত ও দুই পা ভেঙে ফেলেছে। শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে।

দলীয় গ্রুপিং ও কোন্দলের কারণে দলে জামায়াত-বিএনপির আশ্রিত সন্ত্রাসীদের দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন মো. আল আমিন খান।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ নেতা বাগেরহাট সন্ত্রাসী হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর