Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতে ইসলামীর কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২৩ ১৯:০২ | আপডেট: ৩ জুন ২০২৩ ১০:৫৬

ঢাকা: আগামী ৫ জুন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটক থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। এই কর্মসূচির বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াতের ৫ জুনের কর্মসূচির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, বিষয়টি দেখছি।’

এর আগে, বিক্ষোভ কর্মসূচি পালনে সহযোগিতা চাইতে গত সোমবার (২৯ মে) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গেলে তাদের আটক করা হয়। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (২ জুন) ঢাকার মহানগর নাট্যমঞ্চে ‘জাগো হিন্দু পরিষদ’ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিএনপির আন্দোলন বন্ধে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেকোনো অবস্থায় আমরা আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। যারা অন্যায় করেন, যারা গাড়ি ভাঙচুর করেন, তাদের বিরুদ্ধে মামলা হয়। তারাই গ্রেফতার হন।’

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল অনুষ্ঠানের উদ্বোধন করেন। ‘জাগো হিন্দু পরিষদে’র সভাপতি সুজন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সুব্রত পাল।

সারাবাংলা/ইউজে/এমও

কর্মসূচি জামায়াতে ইসলামী স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর