ন্যূনতম ২ হাজার টাকা কর দেওয়া গর্বের বিষয়: এনবিআর
২ জুন ২০২৩ ১৬:৪৭ | আপডেট: ২ জুন ২০২৩ ১৯:২০
ঢাকা: ন্যূনতম দুই হাজার টাকা কর রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেশের উন্নয়নে অংশীদার হওয়া গর্বের বিষয় বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
শুক্রবার (২ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘গরিব মানুষের জন্য কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক নয়। এটি কমিশন এজেন্সি, পিস্তলের লাইসেন্সের জন্য। এছাড়া সিটি করপোরেশন এলাকায় যাদের বাড়ি-গাড়ি আছে এবং যাদের ট্রেড লাইসেন্স আছে তাদের জন্য। এই ক্যাটাগরির মানুষের জন্য বছরে দুই হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে উন্নয়নে অংশীদার হওয়া একটি গর্বের বিষয় হওয়ার কথা। বোঝা মনে করে না।’
উল্লেখ্য, টিআইএনধারীদের রিটার্ন জমা দিলেই দুই হাজার টাকা কর প্রদান করার বিধান করছে সরকার। কোনো ব্যক্তির যদি করযোগ্য আয় নাও থাকে, তবু তাকে এই টাকা দিতেই হবে।
সারাবাংলা/জিএস/একে