Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোস্টেল-ভাতাসহ ৪ দাবি বাস্তবায়নে বেকারদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৩ ১৬:৪৫

ঢাকা: রাজধানীর ঢাকাসহ প্রত্যেক বিভাগ ও জেলা শহরে পর্যাপ্ত বেকার হোস্টেল করতে হবে এবং প্রত্যেক বেকারকে বেকার ভাতা দেওয়াসহ ৪ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ বেকার সম্প্রদায়।

শুক্রবার (২ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

দাবিগুলো হলো- সব চাকরির আবেদন ফি ও বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি বাতিল করতে হবে। ৩য় এবং ৪র্থ শ্রেণির চাকরিতে (১১-২০ গ্রেড) পিএসসি’র আদলে জাতীয় নিয়োগ বোর্ড গঠন করে নিয়োগ দিতে হবে। বেকারকে উদ্যোক্তা তৈরিতে সহজ শর্তে ঋণ দিতে হবে এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা যৌক্তিকতার ভিত্তিতে বৃদ্ধি করতে হবে।

বাংলাদেশ বেকার সম্প্রদায়ের সভাপতি মো. আল কাওছার মিয়াজী বলেন, ‘ঢাকাসহ প্রত্যেক বিভাগ ও জেলা শহরে বেকারের সবচেয়ে বড়ো সমস্যা হলো আবাসন সমস্যা। বেকার বা ব্যাচেলরদের বাড়িওয়ালারা বাসা ভাড়া দিতে চায় না আর দিলেও হাজারও শর্ত জুড়ে দেয় এবং বাসা ভাড়া কয়েকগুণ বেশি দিতে হয়। বিশ্বের প্রায় প্রত্যেক দেশে বেকারদের জন্য বেকার হোস্টেল রয়েছে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কলকাতার বেকার হোস্টেলে থাকতেন তাই বর্তমানে সময়ের প্রয়োজনে বাংলাদেশেও বেকার হোস্টেলের কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বেকারদের জন্য বিশ্বের প্রত্যেক দেশে বিশেষ সুযোগ সুবিধা থাকলেও কেবল বাংলাদেশই হচ্ছে একমাত্র ব্যতিক্রম। যেখানে বেকার ভাতা তো দূরের কথা এখানে বেকারদের হেয় করে দেখা হয়, সে কারণেই প্রত্যেক বছর অনেক বেকারকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। বাংলাদেশে যদি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বৈশাখী ভাতা ইত্যাদি চালু থাকতে পারে তাহলে বেকার ভাতা কেন নয়? তাই উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশেও বেকার ভাতা চালু করতে হবে।’

বিজ্ঞাপন

সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল আলম সরকার বলেন, ‘বিশ্বের বেশিরভাগ দেশে চাকরিতে আবেদনের কোনো ফি নেওয়া হয় না সেখানে বাংলাদেশ যেন আবেদন ফি নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। বাংলাদেশ ব্যাংক যদি আবেদন ফি ছাড়া পরীক্ষা নিতে পারে তাহলে অন্য ব্যাংক, মন্ত্রণালয়ে বা দফতরে কেন ফি নিতে হবে? সময় এসেছে পরিবর্তনের যেহেতু তাদের প্রয়োজনে তারা নিয়োগ দিবে সুতরাং পরীক্ষার ব্যায় তাদেরই বহন করতে হবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- মো. আসাদ আলী খান, মো. কামরুল ইসলাম, মো. সাইদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. সাদেকুল ইসলাম, বঙ্কিম চন্দ্র সরকার, অহিদুল ইসলাম ফয়সাল, পবিত্র কুমার রায়, মো. মেহেদী কাওছার, মোছাম্মৎ রওশন আক্তার পিংকি, কোহিনুর আক্তার, শায়লা আনাম, মো: মাসুম বিল্লাহ, লোকমান হোসেনসহ অনেকে।

সারাবাংলা/এআই/এমও

জাতীয় প্রেসক্লাব বেকার মানববন্ধন হোস্টেল-ভাতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর