Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএমএফ’র পরামর্শে বাজেট করিনি: অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২৩ ১৫:৫৩ | আপডেট: ২ জুন ২০২৩ ১৬:০৫

ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুক্রবার (২ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা তাদের পরামর্শে বাজেট করিনি। তাদের পরামর্শের যেটুকু গ্রহণ করা যায় সেটুকো করবো। সেখানে আমাদের কোনো আপত্তি নেই।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আইএমএফের সঙ্গে যারা কাজ করে সেটি ভালো। তারা শুধু অর্থ দিয়ে সাহায্য করে না, অর্থনৈতিক বিভিন্ন সংস্কারে সহায়তা করে। তাদের কাছ থেকে অনেক কিছু শেখারও থাকে।’

সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/জিএস/এমও

আইএমএফ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর