সংকটাপন্ন সিরাজুল আলম খান আইসিইউয়ে
১ জুন ২০২৩ ২২:২৯ | আপডেট: ১ জুন ২০২৩ ২২:৩০
ঢাকা: দেশের আলোচিত ছাত্রনেতা ও জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (১ জুন) সারাবাংলাকে এসব তথ্য জানান সিরাজুল আলমের ভাই পেয়ারু মো. ফেরদৌস আলম খান।
তিনি বলেন, ‘গত ৭ মে রাত সাড়ে ১০টায় শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে ঢাকার পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি হন সিরাজুল আলম। পরে তাকে চিকিৎসকদের পরামর্শে গত ২০ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’
এদিকে, অবস্থার অবনতি হওয়ায় আজ বেলা ৩টার দিকে সিরাজুল আলম খানকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে বলে জানান পেয়ারু মো. ফেরদৌস আলম খান।
সিরাজুল আলম খানের পরিবার এবং শুভানুধ্যায়ীরা তার শারীরিক সুস্থতা এবং দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।
সারাবাংলা/এসবি/পিটিএম