Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বাড়ল ৫৬ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ২১:৩৭

ঢাকা: ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে ৫৬ কোটি টাকা। আসছে বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৬৫৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট বক্তব্যে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ১ হাজার ৬৫৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে বাজেট ছিল ১ হাজার ৬৫১ হাজার কোটি টাকা, পরে সংশোধন করে ১ হাজার ৬০১ কোটি টাকা বরাদ্দ ঠিক করা হয়।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রস্তাবিত বাজেটে আগের অর্থবছরের তুলনায় বরাদ বেড়েছে ৫৬ কোটি টাকা।

উল্লেখ্য, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের চূড়ান্ত আকার (ব্যয়) ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এর মধ্যে আয় ৫ লাখ ৩ হাজার ৯০০ কোটি টাকা। ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির লক্ষ্য ধরা হয়েছে ৫০ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা। উচ্চ প্রবৃদ্ধির প্রত্যাশা নিয়ে ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রাক্কলন করা হয়েছে এবারের বাজেটে। এছাড়া মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৬ শতাংশ।

সারাবাংলা/এসবি/পিটিএম

পররাষ্ট্র মন্ত্রণালয় বাজেট

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর