বাড়বে খেজুর-কাজুবাদামের দাম
১ জুন ২০২৩ ১৯:২৪ | আপডেট: ১ জুন ২০২৩ ২১:১৪
ঢাকা: দেশে বাড়তে পারে খেজুর ও কাজুবাদামের দাম। নতুন অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শিরোনামে উত্থাপিত বাজেটে এমন প্রস্তাব রাখা হয়েছে।
প্রস্তাবনায় বলা হয়েছে, আমদানি পর্যায়ে বর্তমানে তাজা খেজুর এবং শুকনো খেজুরের উপর আরোপিত মোট করভারে পার্থক্য রয়েছে। তাই সব ধরনের খেজুরের আমদানি পর্যায়ে সর্বমোট করভার বৃদ্ধিপূর্বক শুল্ক-কর হারের সমতা বিধানের প্রস্তাব করছি।
উভয় ধরণের খেজুর আমদানিতে আমদানি শুল্ক ২৫ শতাংশ এবং ১৫ শতাংশ মূসক আরোপ করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে কাজুবাদাম আমদানিতে করভার ১৫.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪৩ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে কাজু বাদাম উৎপাদিত হচ্ছে এবং উৎপাদিত কাজু বাদামকে প্রক্রিয়াজাতকরণের নিমিত্ত কারখানা গড়ে উঠেছে। তাই স্থানীয় শিল্পের প্রতিরক্ষণের জন্য খোসা ছাড়ানো কাজু বাদাম এর আমদানিতে সর্বমোট কর ভার ১৫.২৫ শতাংশ হতে বৃদ্ধি করে ৪৩ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।’
এসব প্রস্তাব পাস হলে দেশে খেজুর ও কাজুবাদামের দাম বাড়বে।
সারাবাংলা/ইএইচটি/এমও
২০২৩-২৪ অর্থ বছরের বাজেট কাজুবাদাম খেজুর টপ নিউজ প্রস্তাবিত বাজেট বাজেট