Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাম কমবে মাংস-এলইডি বাল্বসহ নানা পণ্যের

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ১৭:৫০ | আপডেট: ১ জুন ২০২৩ ১৮:৫০

ঢাকা: প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে জনস্বার্থ ও দেশীয় শিল্প সুরক্ষায় বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক কর ও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। যার কারণে এসব পণ্যের দাম কমবে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১ জুন) প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব করেন।

প্রস্তাবিত বাজেটে দেশীয় বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইস-সকেট, মিষ্টি জাতীয় পণ্য, মাংস ও মাংসজাত পণ্য, বিলাসবহুল পোশাক পণ্য, বিদেশি পোশাক এবং ই-কমার্সের ডেলিভারি চার্জ, স্প্রেয়ার মেশিন, কীটনাশকের দাম কমবে।

এছাড়া দেশে উৎপাদিত ক্যানসার ও ডায়াবেটিসের ওষুধ, ডায়াপার, শ্যাম্পু, সাবান, আমদানি করা কৃষি যন্ত্রপাতি, আমদানি করা মাছ, পোল্ট্রি খাদ্য, আমদানি করা উড়োজাহাজের যন্ত্রাংশ, হাতে তৈরি বিস্কুট-কেক ইত্যাদির দামও কমানোরও প্রস্তাব করা হয়েছে বাজেটে।

সারাবাংলা/এসজে/এমও

জাতীয় বাজেট জাতীয় বাজেট ২০২৩-২৪ টপ নিউজ দাম কমবে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর