Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেটে ধনীদের করে বড় ছাড়

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২৩ ১৭:৫১ | আপডেট: ১ জুন ২০২৩ ১৮:৫৬

ঢাকা: আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ধনীদের জন্য স্বস্তির খবর দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে সারচার্জমুক্ত সম্পদ মূল্যের সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে ৩ কোটি টাকা পর্যন্ত থাকলে কোনো সারচার্জ দিতে হয় না। প্রস্তাবিত বাজেটে তা বাড়িয়ে ৪ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমন প্রস্তাব করেন।

প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ব্যক্তি করদাতার মোট পরিসম্পদের মূল্য ৩ কোটি টাকা অতিক্রম করলেই নির্ধারিত হারে সারচার্জ দিতে হত। অর্থাৎ, কোনো ব্যক্তির ৩ কোটি টাকা পর্যন্ত সম্পদ সারচার্জমুক্ত। নতুন অর্থবছরে নিট পরিসম্পদের মূল্য ৪ কোটি টাকা অতিক্রম করলে ১০ শতাংশ হারে এবং ৫০ কোটি টাকা অতিক্রম করলে ৩৫ শতাংশ হারে সারচার্জ দিতে হবে।

এই প্রস্তাব সংসদে পাশ হলে কোটিপতিদের ৪ কোটি টাকা পর্যন্ত সম্পদের ক্ষেত্রে কোনো সারচার্জ দিতে হবে না।

সারাবাংলা/জিএস/আইই

টপ নিউজ বাজেট ২০২৩-২৪

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর